• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শুধু অন্তর্বাসে ট্রেনে ঘুরে বেড়ালেন বিধায়ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ১০:২৮ পিএম

শুধু অন্তর্বাসে ট্রেনে ঘুরে বেড়ালেন বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক

শরীরে জামাও নেই, প্যান্টও নেই। আছে শুধু অন্তর্বাস। আর তা পরেই ট্রেনে দিব্যি ঘুরে বেড়িয়েছেন বিধানসভার এক সদস্য। অবস্থা দেখে যাত্রীদের ভিরমি খাবার জোগাড়। বৃহস্পতিবার পাটনা-নয়াদিল্লি তেজস এক্সপ্রেসে যাত্রার সময় ভারতের বিহার রাজ্যের জেডিইউ দলের বিধায়ক গোপাল মণ্ডলের দু’টি ছবি এখন ভাইরাল ফেসবুকে। দু’টিতেই দেখা যাচ্ছে, অর্ধনগ্ন হয়ে চলন্ত ট্রেনে ঘুরছেন গোপাল। 

যাত্রীদের অভিযোগ, শুধু জামাকাপড় না পরে ঘোরাই নয়, সহযাত্রীদের সঙ্গে মাঝে মাঝে অসভ্য আচরণও করেছেন গোপাল। ভয় দেখিয়েছেন, গুলি করারও হুমকি দিয়েছেন। 

এক যাত্রী বলেছেন,‘অন্তর্বাস পরে ঘুরতে দেখে তার নামে রেলের কাছে অভিযোগ করেছিলাম আমরা। কিন্তু আমরা জানতাম না উনি বিহারের বিধায়ক। কিন্তু বিধায়ক হলেও এমন অসভ্য আচরণ করা মোটেই উচিত নয়।’ 

বিধায়ককে একাধিকবার সতর্ক করার চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন যাত্রীরা। কিন্তু তাতেও লাভ হয়নি। গোপাল অভিযোগ স্বীকার করে বলেছেন, ‘আমার পেট খারাপ হয়েছিল। বারবার শৌচাগারে যেতে হচ্ছিল। তাই ওভাবে জামাকাপড় খুলে রাখতে হয়েছিল।’
শেষ পর্যন্ত যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রেনের অন্য একটি কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয় গোপালকে।

শামীম/সবুজ

আর্কাইভ