প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৩:০৮ পিএম
নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি সুপারমার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এতে ছয়জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী ব্যক্তি। স্থানীয় সময়
শুক্রবার (৩ সেপ্টেম্বের) ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
দেশটির
প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, এক বিবৃতিতে দেশটির
পুলিশ জানিয়েছে, নিউ লিনেন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত
করে। পরে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনাস্থলে
পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী
নোটিশ না দেওয়া পর্যন্ত সুপারমার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
শামীম/এএমকে