• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আফগানিস্তানে টিভিতে আবার নারী উপস্থাপিকা

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৯:০২ পিএম

আফগানিস্তানে টিভিতে আবার নারী উপস্থাপিকা

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন টোলো টিভির মর্নিং শোতে আবার নারী উপস্থাপিকা দেখা গেছে। টোলো টিভি সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা তথ্য জানায়। খবরে বলা হয়, দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল টোলো টিভি আবার নারী উপস্থাপিকার অংশগ্রহণে মর্নিং শো সম্প্রচার শুরু করেছে।

এমওবিওয়াই গ্রুপের পরিচালক সাদ মোহসেনি টুইটারে সংক্রান্ত দুটি ছবি পোস্ট করেছেন। এমওবিওয়াই গ্রুপ টোলো চ্যানেল পরিচালনা করে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের কাজে অংশ নিতে দেবে কি না, নারী সাংবাদিক হিসেবে কাজ করতে পারবে কি না- এমন শঙ্কা ক্রমেই জোরালো হচ্ছিল। দ্রুতগতিতে নারী সাংবাদিকের সংখ্যাও কমে আসছিল। স্বেচ্ছায় না হলেও আতঙ্কে নারীরা সাংবাদিকতা থেকে সরে দাঁড়াচ্ছিল। এমন শঙ্কার মধ্যে টোলো চ্যানেল সাহসী পদক্ষেপ নিল।

অতীতে তালেবান টোলো টিভিকে প্রোপাগান্ডা নেটওয়ার্ক হিসেবে অভিহিত করেছিল। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় ৩০ আগস্ট। প্রক্রিয়ার মধ্যেই তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ