প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:১২ পিএম
হারিকেন ইডার প্রভাবে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিবিসি এ তথ্য জানিয়েছে। বন্যার কারণে ভূগর্ভস্থ কক্ষে আটকা পড়ে মারা গেছেন কয়েকজন। এ ছাড়া পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিউ
ইয়র্ক ও নিউ জার্সির
গভর্নর তাদের রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক সিটির
মেয়র বিল ডি ব্লাসিও
দুর্যোগপূর্ণ এই আবহাওয়াকে ‘আবহাওয়াজনিত
ঐতিহাসিক ঘটনা’ বলে মন্তব্য করেছেন।
মাত্র
এক ঘণ্টায় নিউ ইয়র্কের সেন্ট্রাল
পার্কে অন্তত তিন ইঞ্চি বৃষ্টিপাত
হয়েছে। নিউ ইয়র্ক সিটির
সব সাবওয়ে লাইন বন্ধ করে
দেওয়া হয়েছে এবং জরুরি নয়
এমন যানবাহন সড়কে চলাচল বন্ধ
ঘোষণা করা হয়েছে। বহু
ফ্লাইট ও ট্রেনযাত্রা বাতিল
করা হয়েছে।
নিউ
ইয়র্কের বাসিন্দা জর্জ বেইলি বলেছেন,
‘নৈশভোজের মাঝখানে আমি পানির কলকল
আওয়াজ পাই এবং পানি
আমাদের বাথরুমের নিষ্কাশন লাইন দিয়ে আসছিল।
আমি পানির মূল লাইন দেখার
জন্য গিয়েছিলাম। এরই মধ্যে ঘরে
এক ফুট নামি জমে
যায়।’
শামীম/এম. জামান