• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

৬৩ শতাংশ মানুষ টিকা পাওয়ার পরও ইসরায়েলে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমূখী

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০১:৫৬ এএম

৬৩ শতাংশ মানুষ টিকা পাওয়ার পরও ইসরায়েলে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমূখী

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভ্যাকসিনের মুখাপেক্ষী হচ্ছে বিশ্বের সব দেশ। সেই ধারাবাহিকতায় বাধ যায়নি ইসরায়েলও। তবে দেশটির প্রায় ৬৩ শতাংশ মানুষ টিকার আওতায় আসলেও ক্রমাগতই বাড়ছে করোনার সংক্রমণ। মঙ্গলবার (৩১ আগষ্ট) এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে দেশটিতে । 

ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ১৮ জানুয়ারি সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১১৮ জন রেকর্ড করা হয়েছিল। বর্তমানে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৬ হাজার ৩৫২ জন। সে হিসাবে গুরুতর রোগীর সংখ্যা ৭৩১ থেকে কমে ৭১৯ এ এসে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৭ হাজার ৪৩  জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনার  টিকার প্রথম ডোজ নিয়েছেন দেশটির ৫০ লাখ ৯৭ হাজার বাসিন্দা । দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৪৮ হাজার জন। এ ছাড়া বুস্টার হিসেবে তৃতীয় ডোজ টিকা পেয়েছেন ২০ লাখ ১৬ হাজার জন।

ইফাত
আর্কাইভ