আন্তর্জাতিক ডেস্ক
বিজেপিকে বিশ্বাসঘাতকের দল বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বিজেপিকে বিশ্বাস করবেন না, ওরা বিশ্বাসঘাতকের দল।’
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ মার্চ) পুরুলিয়া জেলার পাড়ায় এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
তৃণমূল সভানেত্রী বলেন, ‘বিজেপি পার্টিতে মেয়েদের কোনো সম্মান নেই। (খবরের কাগজে) বড় বড় এক পাতা করে বিজ্ঞাপন দিয়েছে (ইশতেহার) হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা! কী মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ? পনের লাখ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে দেয়ার কথা ছিল, তা কী দিয়েছ?
মমতা বলেন, দেখে আসুন (বিজেপি শাসিত) উত্তর প্রদেশে তফশিলি জাতি, তফশিলি-উপজাতি সম্প্রদায়ের মানুষদের উপরে কী অত্যাচার চলছে! সেখানে কোনো বিচার পায় না, মেয়েরা বিচার পায় না।’
বিজেপি সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ওরা ঝাড়খণ্ডে হেরেছে, এখানেও হারবে। পুরোপুরি হারবে। তাই মনে রাখবেন ‘খেলা হবে’।
সবুজ/এএমকে/২৩ মার্চ/২০২১
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন