• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পাঞ্জশিরে ৮ তালেবান নিহত

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৭:৪৪ পিএম

পাঞ্জশিরে ৮ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় বিরোধী মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে আট তালেবান নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন মিলিশিয়া গোষ্ঠীটির এক প্রতিনিধি।

তালেবান গোটা আফগানিস্তান দখলে নিলেও কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরের পাহাড়ি উপত্যকা পাঞ্জশিরের দখল এখনও নিতে পারেনি। পাঞ্জশির ছাড়াও পাশের বাগলান প্রদেশে তালেবানের সঙ্গে স্থানীয় মিলিশিয়াদের লড়াই চলছে।

পাঞ্জশির একমাত্র ঘাঁটি, যেখানে তালেবান যোদ্ধাদের প্রতিরোধ করা হয়েছে। শুধু এবারে তালেবান ঠেকানো নয়, গত ৪০ বছরের ইতিহাসে এই উপত্যকা বিভিন্ন সময়ে নানা বাহিনীর বহিরাক্রমণ প্রতিহত করে এসেছে।

মাসুদের অনুগত বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাশতি বলেছেন, তালেবান হয়তো উপত্যকার প্রতিরক্ষা পরীক্ষা করতে এই হামলা চালিয়েছে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হলে আট তালেবান সদস্য নিহত এবং প্রায় একই পরিমাণ আহত হয়েছে। ছাড়া এনআরএফ-এর দুই সদস্যও আহত হয় বলে জানান তিনি।

তবে এনআরএফ-এর দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তালেবান।

সোভিয়েতবিরোধী মুজাহিদীন কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ পাঞ্জশির উপত্যকায় কয়েক হাজার সেনার তালেবানবিরোধী বাহিনী গড়ে তুলেছেন। তিনি তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে বলেছেন তালেবান হামলা চালালে প্রতিহত করবে তার বাহিনী।

বেশ কিছু পরিমাণ তালেবান যোদ্ধা ওই এলাকায় রওনা দিলেও দুই পক্ষ এত দিন সংঘর্ষ এড়িয়ে আলোচনা চালিয়েছে।

জেডআই/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ