• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে কান্দাহারে তালেবান প্রধান আখুনদজাদা

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৩:১৭ পিএম

মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে কান্দাহারে তালেবান প্রধান আখুনদজাদা

আন্তর্জাতিক ডেস্ক

দুই দশক পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও  সরকার গঠন করতে পারেনি তালেবান। তবে নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে পৌঁছেছেন সশস্ত্র সংগঠনটির সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা। এএফপির এক খবরে কথা বলা হয়েছে।

তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি বলেছেন, হাবিতুল্লাহ আখুনদজাদা কান্দাহারে পৌঁছেছেন। তিনি শিগগিরই জনসমক্ষে আসবেন।

ইতিপূর্বে তালেবানের সর্বোচ্চ এই নেতাকে কখনো জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় ছিলেন বা কোথা থেকে কান্দাহারে পৌঁছেছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি তালেবানের উপমুখপাত্র।

এর আগে শনিবার (২৮ আগস্ট) তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে।

মন্ত্রিসভা গঠন নিয়ে ঘোষণার পরদিনই তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদার কান্দাহারে পৌঁছানোর খবর এলো।

এদিকে আফগানিস্তানে সরকার গঠনে তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তালেবানবিরোধী নেতারা।

ভবিষ্যৎ সরকার নিয়ে সমঝোতায় আসতে তালেবান নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসারও পরিকল্পনা করছেন তারা। আঞ্চলিক নেতাদের দলের এক সদস্য তথ্য জানিয়েছেন।

জেডআই/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ