• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আফগান শিশুদের সুরক্ষায় সেভ দ্য চিলড্রেনের জরুরি আহ্বান

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০১:২৩ এএম

আফগান শিশুদের সুরক্ষায় সেভ দ্য চিলড্রেনের জরুরি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নিরাপত্তা সংকটে দেশটির সাধারণ জনগন। চলমান এ সংকটে শিশুদের সুরক্ষায় সহায়তা চেয়ে জরুরি আহ্বান জানিয়েছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। আফগান শিশুদের ভবিষ্যৎ নির্ভর করছে সম্মিলিত সহযোগিতার ওপর নির্ভর করে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, আফগানিস্তানের বর্তমান সংকটে হাজার হাজার আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের বাড়ি-ঘর এবং প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে গেছেন। অনেকেই তাদের সন্তানদের উন্নত ও নিরাপদ জীবন গড়ার প্রত্যাশা করেন। এই পরিস্থিতিতে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। 

সেভ দ্য চিলড্রেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জান্তি সোরিপ্ত বলেন, ‘আমেরিকাতে আশ্রয় নেওয়া আফগান শিশু ও তাদের পরিবারকে নিরাপদ এবং সুরক্ষিত রাখতে সেভ দ্য চিলড্রেন প্রতিশ্রুতিবদ্ধ। তাদের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে কাজ করে যাবে সংগঠনটি’। 

আফগান শরণার্থীদের যুক্তরাষ্ট্রে অবতরণের সঙ্গে সঙ্গেই তাদের সহযোগিতা শুরু করছে দাতব্য সংস্থাটি। এজন্য সবার কাছ থেকে আর্থিক সহাযোগিতা চেয়ে আহ্বান জানিয়েছে তারা। 

 ১৯৭৬ সাল থেকে আফগান সম্প্রদায়ে সহযোগিতার কার্যক্রম অব্যাহত রেখেছে সেভ দ্য চিলড্রেন। আফগান শিশুদের সাহায্যে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র অথবা বিশ্বের যেকোনও প্রান্তে সহিসংতা থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসা শিশুদের জন্য সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করে আসছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইফাত

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ