• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৩৫

প্রকাশিত: মে ৫, ২০২১, ০৪:০৩ পিএম

নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সংঘাতপূর্ণ বর্নো রাজ্যে জিহাদিদের দুটি হামলায় ৩৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ সৈন্য ১৫ মিলিশিয়ামেন রয়েছে। মঙ্গলবার ( মে) সংশ্লিষ্ট সূত্র তথ্য জানায়। খবর এএফপির।

ইসলামিক স্টেট অনুপ্রাণিত জিহাদিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সেনাশিবিরে ব্যাপক হামলা চালায়। দেশটিতে এক দশক ধরে চালানো বিভিন্ন জঙ্গি হামলায় প্রায় ৩৬ হাজার মানুষ নিহত হয়েছে এবং ২০ লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে।

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা সোমবার ( মে) রাতে মেশিনগান সজ্জিত বিভিন্ন ট্রাকে করে এসে আজিরি শহরে ভয়াবহ হামলা চালায়।

সামরিক সূত্র জানায়, জিহাদিরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে সেখানে ব্যাপক যুদ্ধ হয়। এতে পাঁচ সৈন্য এবং জিহাদি বিরোধী ১৫ মিলিশিয়া নিহত হয়।

সামরিক সূত্র জানায়, আইএসডব্লিউএপি একই সামরিক ঘাঁটিতে গত মে চালানো হামলায় ওই ঘাঁটির সামরিক কমান্ডারের পাশাপাশি ছয় বেসামরিক নাগরিক নিহত হয়। সময় জিহাদিরা বিভিন্ন অস্ত্র লুট করে নিয়ে যায়।

সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা যুদ্ধে পাঁচ সৈন্য ১৫ মিলিশিয়া যোদ্ধাকে হারিয়েছি।ক্রসফায়ারে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বহু সংখ্যক সন্ত্রাসী বিভিন্ন গাড়িতে করে আসে এবং সৈন্যদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। সেখানে কয়েক ঘণ্টা ধরে যুদ্ধ চলে।স্থানীয় বাসিন্দারা যুদ্ধের কবল থেকে বাঁচতে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী মফা এলাকায় আশ্রয় নেয়।

দিকে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা জানান, ক্যামেরন সীমান্তের কাছের রন শহরের উপকণ্ঠে পৃথক এক ঘটনায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছে। সেখানে স্থলমাইনের বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। সময় তারা ওই পথ দিয়ে গাড়িতে করে যাচ্ছিল। সূত্র : বাসস।

সবুজ/জেএনই/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ