প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৯:২৬ এএম
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় আইএসের একজন সদস্য নিহত হয়েছে বলে জানান সেনা কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার (২৭ আগস্ট) ড্রোন হামলা চালানো হয়।
এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা চালায় আইএস। সেই হামলার ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ সেনা সদস্যসহ ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার এক দিন পর এই ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র।
বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে জানিয়েছেন, আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে এ ড্রোন হামলা চালানো হয় এবং হামলার পরিকল্পনাকারী নিহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি।
বিবৃতিতে ক্যাপ্টেন আরবান আরও জানান, বৃহস্পতিবার হামলার জবাবে এটাই প্রথম পাল্টা হামলা। এমন একসময় এই হামলার কথা জানাল যখন কাবুল বিমানবন্দরে সম্ভাব্য হামলার ব্যাপারে আবারও সতর্কতা জারি করেছে মার্কিন বাহিনী। তালেবানরা কাবুল দখল করে নেয়ার পর ভীতসন্ত্রস্ত মানুষজন আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে জড়ো হয়েছে।
কাবুলে মার্কিন দূতাবাস আফগানিস্তানে থাকা অবশিষ্ট মার্কিনিদের ‘দ্রুত’ হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়তে পরামর্শ দিয়েছ। নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে তারা নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
এর আগে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বিমানবন্দরে এখনো ‘সুনির্দিষ্ট, বিশ্বাসযোগ্য’ হুমকি রয়েছে।
টিআর/এএমকে