• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ১৭০

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৪:০০ এএম

কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ১৭০

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাজধানীর হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এ  আত্মঘাতী বোমা হামলা ঘটে। 

আফগানিস্তানের একজন স্বাস্থ্য কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন,  ‘নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জন হয়েছে।’ তবে নাম প্রকাশে রাজি হননি ওই কর্মকর্তা।
তিনি জানান, নিহত ব্যক্তিদের অধিকাংশই আফগান বেসামরিক নাগরিক। অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসদস্যের পাশাপাশি দুই ব্রিটিশ এবং এক ব্রিটিশের শিশুসন্তান নিহত হয়েছে।

এ দিকে আফগানিস্তানের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, ১৩ মার্কিন সেনা ছাড়াই নিহতের সংখ্যা বেড়ে ১৭০ হয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে তালেবান নিষেধ করায় ওই কর্মকর্তারা নিজের নাম প্রকাশ করতে চাননি। হামলায় আহত হয়েছেন অন্তত ২০০ জন। এর বাইরে যুক্তরাষ্ট্রের আরও ১৫ সেনা আহত হয়েছেন। নিহত আফগান বেসামরিকদের মধ্যে বেশ কয়েকজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।

ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেটের স্থানীয় একটি শাখা।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কাবুল বিমানবন্দরে পরপর দু’টি বিস্ফোরণ ঘটে।  প্রথম বিস্ফোরণটি হয় অ্যাবেই গেটের কাছে। যেখানে মার্কিন ও ব্রিটিশ বাহিনী বিমানবন্দরের দায়িত্বে ছিল। হামলার পর গোলাগুলির ঘটনাও ঘটে। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে ব্যারন হোটেলের পাশে। যেখানে ব্রিটিশ কর্মকর্তারা যুক্তরাজ্যে ভ্রমণ প্রত্যাশী আফগানদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছিল।

বৃহস্পতিবারের হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মেরিন কমান্ডার জেনারেল ফ্রাংক ম্যাকেঞ্জি সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইফাত

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ