• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

তিনদিনের মধ্যে কাবুল ছাড়তে চায় সব দূতাবাস

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৭:২৫ পিএম

তিনদিনের মধ্যে কাবুল ছাড়তে চায় সব দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

তালেবানরা আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নিলেও দেশটিতে এখনও স্বস্তি ফেরেনি। বরং এখনও গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে। ফলে আফগানিস্তানে অবস্থানরত বিদেশি বাহিনীর সদস্যরা আগামী ৩০ আগস্টের মধ্যে তাদের সব নাগরিক দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে চায়। ন্যাটোর এক কূটনীতিক বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা এর সহযোগীদের সর্বশেষ বিবৃতি অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে যত বেশি সংখ্যক লোক সরিয়ে নেয়া যায় সেই লক্ষ্যে সব দূতাবাস দ্রুত কাজ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোনো ফরাসি নাগরিক এখনও আছেন কিনা তা স্পষ্ট করে জানা যায়নি। তবে ফ্রান্স জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের লোকদের সরিয়ে নেয়ার কাজ শেষ করবে। অস্ট্রেলিয়া জানিয়েছে, বৃহস্পতিবার হামলার আগেই তাদের লোকদের সরিয়ে নিয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তানে এখনও প্রায় দেড় হাজার আমেরিকান, ৪০০ ব্রিটিশ আনুমানিক ২০০ জার্মান রয়েছেন বলে জানা গেছে।

শামীম/নির্জন

আর্কাইভ