• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে তালেবানের সমঝোতা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৪:২৭ পিএম

পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে তালেবানের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

একদিনের ব্যবধানে যেন চুপসে গেছেন আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। একদিন আগে তালেবানদের বিরুদ্ধে জোর গলায় লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন তিনি সমঝোতায় বশ মেনেছেন। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদের সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার তালেবানের সঙ্গে সমঝোতা হয়।

মাসুদের সঙ্গে আলোচনা করার জন্য কাবুল থেকে তালেবানের একটি প্রতিনিধিদল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে ছুটে গিয়েছিল। সাবেক আফগান সংসদ সদস্য আব্দুল হাফিজ মানসুরের বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া খবর জানিয়েছে।  মানসুর বলেন, বৈঠকে দুপক্ষ এই সমঝোতায় উপনীত হয়েছে যে, কেউ কারো অবস্থানে হামলা চালাবে না এবং পাঞ্জশিরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে। এর অর্থ হচ্ছে আপাতত পাঞ্জশির আহমেদ মাসুদের নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণেই থাকছে।

আফগানিস্তানে এই প্রথম আহমেদ মাসুদের সঙ্গে কোনো তালেবান প্রতিনিধিদলের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো। ১৯৯৭ সালে তালেবানের হামলায় সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদ নিহত হয়েছিলেন।

বৃহস্পতিবারের বৈঠকের আগে তালেবান হুমকি দিয়েছিল, আহমেদ মাসুদের সঙ্গে আলোচনায় সমঝোতা অর্জিত না হলে বলপ্রয়োগ করে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করা হবে। কিন্তু মাসুদ প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তিনি ওই উপত্যকার নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেবেন না। তিনি বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে লড়াই করার জন্য তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে।  আফগানিস্তানে পাঞ্জশির হচ্ছে একমাত্র অঞ্চল যেটির ওপর এখনও তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

শামীম/নির্জন

আর্কাইভ