• ঢাকা বুধবার
    ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বে করোনার টিকা দেয়া হয়েছে ৫০০ কোটিরও বেশি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৫:০২ এএম

বিশ্বে করোনার টিকা দেয়া হয়েছে ৫০০ কোটিরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক

করোনা সংক্রমণ মোকাবিলায় ৫০০ কোটিরও বেশি টিকা প্রয়োগ করা হয়েছে বিশ্বব্যাপী। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপির পরিসংখান থেকে এ তথ্য জানা যায়।

তবে বৃদ্ধি পেয়েছে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির গতি । তথ্য অনুযায়ী, মানুষের বাহুতে প্রথম ১০০ কোটি টিকা দিতে প্রায় ১৪০ দিন সময় লাগলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ১০০ কোটি দিতে দিতে ২৬ থেকে ৩০ দিন সময় লাগে।
৫০০ কোটি টিকার প্রায় ৪০ শতাংশ চীনে দেওয়া হয়। এ ক্ষেত্রে ভারতে পাঁচ কোটি ৮৯ লাখ ও যুক্তরাষ্ট্রে তিন কোটি ৬৩ লাখ টিকা দেওয়া হয়েছে। বিশ্বের এই তিনটি দেশে অধিকাংশ টিকা দেওয়া হয়েছে।

১০ লাখের বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে জনগণকে টিকা দেওয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। দেশটিতে প্রতি ১০০ বাসিন্দাকে ১৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ হিসেবে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষকে পুরো দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

এ ছাড়াও উরুগুয়ের প্রতি ১০০ বাসিন্দাকে ১৫৪, ইসরাইলে ১৪৯, কাতারে ১৪৮, সিঙ্গাপুরে ১৪৭, বাহরাইনে ১৪৪, ডেনমার্কে ১৪৩, চিলিতে ১৪০, কানাডায় ১৩৯, পর্তুগাল ও বেলজিয়ামে ১৩৮, চীনে ১৩৬, স্পেনে ১৩৪, আয়ারল্যান্ডে ১৩৩ ও যুক্তরাজ্যে ১৩২ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে বিশ্বব্যাপী গড়ে প্রতি ১০০ বাসিন্দাকে ৬৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।

ইফাত

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ