• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিনোফার্ম টিকার অনুমোদন দিলো সৌদি

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৭:৫১ পিএম

সিনোফার্ম টিকার অনুমোদন দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

এত দিন চীনা ভ্যাকসিন সিনোভ্যাক সিনোফার্মের টিকাগ্রহীতাদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। অবশেষে এই টিকা দুটির অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের ওমরাহ হজ পালনে আর বাধা থাকল না।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে। নিয়ে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল।

এর আগে সৌদি আরব অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন মডার্না এই চারটি টিকার অনুমোদন দেয়। কারণে দেশটিতে সিনোফার্মসহ অন্যান্য টিকা নেয়া ব্যক্তিদের প্রবেশে নিষেধজ্ঞা ছিল।

গত মাসের শেষ দিকে সৌদি কর্তৃপক্ষ জানায়, যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেয়া আছে, তারাই কেবল আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

চলতি মাসের শুরুর দিকে দেশটি জানায়, পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।

সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যাতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, সেজন্য কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সম্প্রতি অনুরোধ জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) তারা ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চান।

বাংলাদেশে বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না সিনোফার্মের টিকা প্রয়োগ হচ্ছে।

জেডআই/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ