প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১১:১৫ এএম
রাজধানী কবুলসহ আফগানিস্তানের প্রায় পুরোটা তালেবানের দখলে। তবে দেশটির পাঞ্জশির
উপত্যকা এখনো নিজেদের নিয়ন্ত্রণে
নিতে পারেনি তালেবান। এরই মধ্যে পুরো
দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় পাঞ্জশিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তাদের
শত শত যোদ্ধা।
কাতারভিত্তিক
সংবাদমাধ্যম আল-জাজিরার এক
প্রতিবেদনে এই তথ্য জানানো
হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়, রোববার (২২
আগস্ট) নিজেদের আরবি টুইটার অ্যাকাউন্টে
তালেবান জানায়, স্থানীয় প্রাদেশিক কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে ওই এলাকা হস্তান্তর
করতে প্রত্যাখ্যান করেছে। তাই ইসলামিক আমিরাতের
শত শত মুজাহিদিন পাঞ্জশিরের
দখল নিতে উপত্যকাটির দিকে
রওনা হয়েছেন।
এদিকে
পাঞ্জশিরের দখল রয়েছে তালেবানবিরোধী
নেতা হিসেবে পরিচিত আহমেদ মাসুদের হাতে। রোববার তিনি জানিয়েছেন, তিনি
তালেবানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা আশা করলেও তার
বাহিনী যুদ্ধের জন্য তৈরি আছে।
আফগানিস্তানের
উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকা থেকে টেলিফোনে বার্তা
সংস্থা রয়টার্সকে তিনি বলেন, এগিয়ে
যাওয়ার একমাত্র উপায় হচ্ছে শান্তিপূর্ণ
আলোচনা। আমরা তালেবানকে এটাই
বোঝাতে চাই। তবে আলোচনার
জন্য ইচ্ছুক হলেও স্থানীয় মিলিশিয়া,
বিশেষ বাহিনী ও তার নেতৃত্বে
নিয়মিত সামরিক ইউনিটগুলো যুদ্ধের জন্য তৈরি আছে।
তার ভাষায়, আমরা কোনো যুদ্ধ
চাই না।
টিআর/এএমকে