আন্তর্জাতিক ডেস্ক
আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। এতে দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছে হাজার হাজার সাধারণ মানুষ। জীবন বাঁচাতে পাসপোর্ট ভিসা ছাড়াই কাবুল বিমানবন্দর থেকে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছেন মানুষ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আফগান আশ্রয় প্রত্যাশীদের পাসপোর্ট ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এ তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
তালেবান ক্ষমতা দখলের পর ভয়াবহ আকার ধারণ করেছে আফগানিস্তানের শরণার্থী পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন প্রায় ২২ লাখ আফগান নাগরিক। দেশের মধ্যেই বাস্তুচ্যূত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ।
তবে বেশির ভাগ মানুষই প্রচলিত সীমান্তগুলো দিয়ে আফগানিস্তান ছাড়াতে পারেনি বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের একজন মুখপাত্র।
মরিয়া আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য কোনো কোনো দেশ নিজেদের দেশের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আবার কোনো কোনো দেশ শরণার্থীদের ঠেকাতে সীমান্তে তুলে দিয়েছে কাঁটাতারের বেড়া। কোনো কোনো দেশ আবার ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের জন্য চালু করেছে বিশেষ ভিসা প্রোগ্রাম।
আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ।
তবে ২০১৫ সাল থেকে শরণার্থীদের ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। এর মধ্যে নতুন করে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছে তুরস্ক, গ্রিস, অস্ট্রিয়াসহ কয়েকটি দেশ। এমনকি তুরস্ক আর গ্রিস আফগান শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং দেয়াল তুলে দিয়েছে।
ইফাত
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন