• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে পাঁচ হাজার ডলার জরিমানা

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৪:১০ পিএম

স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে পাঁচ হাজার ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস বিস্তার রোধে সংযুক্ত আরব আমিরাত কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মানলে জরিমানার ব্যবস্থা করছে কতৃপক্ষ। নিয়ম অমান্য করলে সাড়ে পাঁচ হাজার ডলার জরিমানা গুণতে হবে বলে জানিয়েছে দেশটি।

মিথ্যা তথ্য দিয়ে কোয়ারান্টিনে না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানলে ওই পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে। ছাড়া জেনেশুনে কোনো বিদেশি করোনাভাইরাস নিয়ে আমিরাতে এলেও তাকেও অর্থদণ্ড দিতে হবে।

করোনায় আক্রান্ত কেউ কতৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে যেতে পারবে না। কেউ যদি অনুমোদন ছাড়া বাইরে যায় তাহলে তার বিরুদ্ধে ভাইরাস ছড়ানোর অভিযোগ আনা হবে। জন্য তাকে দ্বিগুণ অর্থ জরিমানা গুণতে হবে।

নতুন নিয়ম অনুসারে এক ফ্লাটে গাদাগাদি করে বেশি লোক থাকতে পারবেন না। নিয়মের ব্যতয় হলে তাদেরও জরিমানা দিতে হবে। ছাড়া ভুয়া খবর, তথ্য বা করোনভাইরাস সংক্রান্ত গুজব ছড়ালেও শাস্তির বিধান রাখা হয়েছে নতুন নিয়মে।

শামীম/সবুজ/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ