• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে তালেবানদের তল্লাশি

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৭:০৮ পিএম

আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে তালেবানদের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক

তালেবানরা কাবুল দখলে সবচেয়ে উদ্বিগ্ন দেশের একটি ভারত। তাদের এই উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে। তালেবানরা ক্ষমতার কেন্দ্রে চলে আসার দুই দিনের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তান। এবার দেশটিতে অবস্থিত ভারতীয় দুই দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান। শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বুধবার (১৮ আগস্ট) কাবুলের পর আফগানিস্তানের কান্দাহার এবং হেরাতে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি চালায় তালেবান যোদ্ধারা। দূতাবাস দুটি বন্ধ থাকলেও সেখানে তল্লাশি চালানো হয়। ভেতরে প্রবেশ করে আলমারি খুলে বিভিন্ন গোপন নথিপত্রের খোঁজ করে তালেবান যোদ্ধারা।

এ দিকে তল্লাশি চালানোর পাশাপাশি ভারতীয় দুই দূতাবাসের বাইরে রাখা গাড়িও দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এ ছাড়া রাজধানী কাবুলে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে নেমেছে তালেবান। সেখানে মূলত আফগান গোয়েন্দা সংস্থা এনডিএসের কর্মীদের খোঁজ করেছে তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কান্দাহার ও হেরাতের খবর পাওয়া গেলেও জালালাবাদ ও কাবুল শহরে অবস্থিত দূতাবাসের পরিস্থিতি কী, তা এখনও জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, পুরো আফগানিস্তান দখলে নেয়ার পর রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব কট্টরপন্থি হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধাদের হাতে তুলে দিয়েছে তালেবান।

পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ‘কাবুলের নিরাপত্তার দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের হাতে তুলে দেয়ার খবরটি উদ্বেগজনক। এটি তালেবানের দেয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত।’

শামীম/এম. জামান
আর্কাইভ