• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

টিকায় শূকরের উপাদান নেই : অ্যাস্ট্রাজেনেকা

প্রকাশিত: মে ৪, ২০২১, ০৯:৩১ পিএম

টিকায় শূকরের উপাদান নেই : অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক ডেস্ক

কিছুদিন আগে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকায় শূকরের উপাদান ব্যবহার করা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়ায়। এ নিয়ে বিভ্রান্তি বাড়তে শুরু করে মুসলিম অধ্যুষিত দেশটিতে। এমন পরিস্থিতিতে অ্যাস্ট্রাজেনেকা রোববার (২১ মার্চ) জানায়, তাদের টিকায় শূকরের কোনো উপাদান ব্যবহার করা হয়নি।

ইন্দোনেশিয়ার ধর্মীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ ইন্দোনেশীয় ওলামা কাউন্সিল (এমইউআই) গত শুক্রবার তাদের ওয়েবসাইটে দাবি করে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হারাম। কারণ ভ্যাকসিনটির উৎপাদন প্রক্রিয়ায় শূকরের অগ্ন্যাশয়ের ট্রিপসিন ব্যবহার করা হয়েছে।  এদিকে হারাম ঘোষণা করলেও করোনাভাইরাস মহামারির জরুরি পরিস্থিতিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার ধর্মীয় পরিষদ। 

এসব গুঞ্জন নিয়ে রোববার এক বিবৃতি দিয়েছে ইন্দোনেশিয়ায় অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র রিজম্যান আবু দায়েরি। তিনি বলেন, উৎপাদনের সব প্রক্রিয়ায় এই ভাইরাস ভেক্টর ভ্যাকসিনে শূকর বা অন্য কোনো প্রাণীর উপাদান ব্যবহার হয়নি। তা ছাড়া পুরো প্রক্রিয়া এমন কোনো প্রাণীর সংস্পর্শেও আসেনি।

অ্যাস্ট্রাজেনেকার বিবৃতির পর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি ইন্দোনেশিয়ার ওলামা পরিষদ এবং দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা।

ডব্লিউএস/এএমকে/২২ মার্চ
আর্কাইভ