• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

প্রাণভয়ে ভারতে পালিয়েছেন কান্দাহারের সাবেক পুলিশ প্রধান

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৩:৩৩ পিএম

প্রাণভয়ে ভারতে পালিয়েছেন কান্দাহারের সাবেক পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালেবানের ভয়ে অনেকে দেশ ছেড়ে পালাচ্ছেন। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ কান্দাহারের সাবেক পুলিশ প্রধান তাদিন খান আচকজিও আছেন এ তালিকায়। তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

তালেবানের কাবুল দখলের পরই দুই শতাধিক আফগান রোববার দিল্লিতে কার্যত পালিয়ে এসেছেন। তাদের মধ্যে অন্যতম ৩৭ বছর বয়সি তাদিন খান আচকজি। তাকে দিল্লি বিমানবন্দর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তালেবানের শত্রু তালিকার আচকজির নাম বেশ ওপরের দিকে রয়েছে।

গত শনিবার তালেবান গোষ্ঠী কান্দাহারের দখল করে নেয়। এ সময়ে কোনোমতে জেনারেল আচকজি পালিয়ে প্রাণ বাঁচান। কাবুল হয়ে সোজা চলে এসেছেন ভারতে। তার সঙ্গে আসা নাজিবুল্লা আহমেদ জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি মানতে পারছেন না এই সাবেক পুলিশ কর্মকর্তা। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন।

ইতোমধ্যে আচকজির পরিবারের অনেককে হত্যা করেছে তালেবান। বাকিদের সঙ্গে আনতে পারেননি। বিপদ এড়াতে এখন আলাদা আলাদা করে তাদের আনার ব্যবস্থা হচ্ছে।

কৌশলগতভাবে কান্দাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নব্বইয়ের দশকে এটি ছিল তালেবানের সদরদফতর। পরে এটি ছিল আফগানিস্তানে আমেরিকান সেনাদের প্রধান ঘাঁটি।

শামীম/সবুজ/নির্জন
আর্কাইভ