• ঢাকা বুধবার
    ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

হিন্দুদের আশ্রয় দেবে ভারত, মুসলমানদের না

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১১:৩০ এএম

হিন্দুদের আশ্রয় দেবে ভারত, মুসলমানদের না

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের পর এবার ভারত আফগান শরণার্থীদের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল। তবে ভারত শুধুমাত্র আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুসলিম ধর্মের অনুসারী কোনো আফগানকে আশ্রয় দেবে না তারা। 

মঙ্গলবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে এ ঘোষণা দেন মোদি। একই সঙ্গে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিষয়টি দেখার নির্দেশনাও দেন তিনি।

মোদি বলেন, আফগানিস্তানে সংখ্যালঘু শিখ ও হিন্দুদের অবশ্যই আমাদের আশ্রয় দিতে হবে। যেসব আফগান ভাইবোনেরা সাহায্যের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন, তাদেরও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে।

সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেবল আফগান হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেয়ার কথা বলা হয়েছিল। আশ্রয় দেয়ার কথা না বললেও সাহায্যের প্রসঙ্গ তুলে মঙ্গলবার মোদি সেই বৃত্তে নিয়ে এলেন অন্য আফগান নাগরিকদেরও।

ভারতীয় এয়ার ফোর্সের বিশেষ ফ্লাইটে মঙ্গলবার আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ১৪০ ভারতীয়। এর মধ্যে রয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন, দূতাবাসের কর্মী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ট্যান্ডন দেশে ফিরেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে। সেখানে তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সবিস্তারে জানিয়েছেন।

মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজধানীর বাইরে থাকায় মন্ত্রণালয়ের হয়ে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র সচিব। এ ছাড়াও বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। 

নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে সবিস্তার রিপোর্ট দেয়া হয়েছে। পাশাপাশি আফগানিস্তান থেকে উদ্ধারকার্য কীভাবে চলছে, তা নিয়েও সবিস্তার জানানো হয়েছে ক্যাবিনটে কমিটিকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

সবুজ/নির্জন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ