• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দুই দিনে দেশে পৌঁছেছে ৩৫ লাখ সিনোফার্মের টিকা

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৮:৫৭ পিএম

দুই দিনে দেশে পৌঁছেছে ৩৫ লাখ সিনোফার্মের টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার করোনার টিকা। বুধবার (১১ আগস্ট) সন্ধ্যার পর  টিকা বহন করা এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে দুই দিনে কোভ্যাক্স থেকে সিনোফার্মের প্রায় ৩৫ লাখ টিকা দেশে পৌঁছেছে। 

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশে এসেছে।

বুধবার বিকেলে চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজের ওয়ালে এক বার্তায় জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১ দশমিক ৭৭ মিলিয়ন ডোজ করোনা টিকা আসছে বাংলাদেশে। বেইজিং থেকে আজ সকাল ৭টা ২০ মিনিটে রওনা দিয়েছে। এমিরেটসের বিমান দিয়ে দোহা হয়ে ওই টিকাগুলো ঢাকায় আসবে।

এর আগে, মঙ্গলবার (১০ আগস্ট) কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসে। টিকাগুলো সিনোফার্ম থেকে কোভ্যাক্সের আওতায় প্রথম চালান ছিল। এ নিয়ে দুই চালানে কোভ্যাক্স থেকে সিনোফার্মের প্রায় ৩৫ লাখ টিকা এলো।


ইফাত/এম. জামান

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ