• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দুই দিনে ৩৮ লাখ টিকা প্রয়োগ

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০১:৩৮ এএম

দুই দিনে ৩৮ লাখ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে চলছে করোনা প্রতিরোধী গণটিকাদান কার্যক্রম। এ কার্যক্রমে গত দুই দিনে ৩৮ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৭ জন। টিকার দুই ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, শনিবার (৭ আগস্ট) থেকে দেশব্যাপী গণটিকা দেয়া শুরু হয়েছে। রোববার (৮ আগস্ট) বিকেল পর্যন্ত এই দুই দিনে মোট টিকা দেয়া হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৩১৪ ডোজ। এরমধ্যে ৭ আগস্ট টিকা পেয়েছেন ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জন। ৮ আগস্ট টিকা দেয়া হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ ডোজ।

স্বাস্থ্যন অধিদফতর জানায়, রোববার (৮ আগস্ট) অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কাউকে দেয়া হয়নি। এদিন দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৩ হাজার ৯০৮ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ৩৫ হাজার ২১৮ জন।

পাশাপাশি এদিন ফাইজারের প্রথম ডোজ কাউকে দেয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন চার হাজার ৮৩৪ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৬৬ হাজার ৮০১ ডোজ।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেয়া হয়েছে ১৬ লাখ ৬২ হাজার ৪০১ ডোজ, আর রোববার দেয়া হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩৫ ডোজ।

এছাড়া ৬৬ লাখ ৯ হাজার ১৪৫ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬৪ লাখ ৬৫ হাজার ১১৮ জনকে আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৪৪ হাজার ২৭ জনকে। 

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন।

সম্রাট
আর্কাইভ