• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

অনুমতি পেল বুয়েট উদ্ভাবিত 'অক্সিজেট'

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১১:৩৭ পিএম

অনুমতি পেল বুয়েট উদ্ভাবিত 'অক্সিজেট'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত 'অক্সিজেট' অনুমতি পেয়েছে। করোনা আক্রান্তদের অক্সিজেন দেয়ার জন্য এটি তৈরি করা হয়। ডিভাইসটি আপাতত ২০০ ইউনিট উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

বুধবার (২৮ জুলাই) রাতে ডিভাইসটির উদ্ভাবক বুয়েট শিক্ষক ড. তওফিক হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ভাবক তওফিক বলেন, 'আমরা কিছুক্ষণ আগে ঔষুধ প্রশাসন অধিদফতর থেকে জানতে পেরেছি ২০০টি অক্সিজেট ডিভাইস উৎপাদনের অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি, এটি দেশের এই ক্লান্তিলগ্নে করোনার সংক্রমণ রোধে কিছুটা হলেও কাজে লাগবে।'

বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই সহকারী অধ্যাপকের নেতৃত্বে 'অক্সিজেট' তৈরি করা হয়। এটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই ফ্লো অক্সিজেন দেয়া সম্ভব বলে তারা জানান।

একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার জন্য খরচ যেখানে ২ থেকে ৫ লাখ টাকা, সেখানে বুয়েটের আবিষ্কৃত যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা।

সম্রাট
আর্কাইভ