• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়াল

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০২:৫৩ এএম

ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় এডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এদের মধ্যে ঢাকার চারজন ও ঢাকার বাইরের চারজন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হলো ২৫৮ জনের। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬০৬ জন।

আজ সোমবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২১৯ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৭০১ জন ভর্তি হন।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ৯ হাজার ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৭ হাজার ২৯৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ১ হাজার ৭৮৯ জন।

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে এত মৃত্যু এর আগে হয়নি। ২০১৯ সালে ১৭৯ জন এবং ২০২২ সালে ২৮১ জন মারা যায় এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে।

এ বছর ডেঙ্গুতে যত মানুষ মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৯৩০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ৬৭৬ জনের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়ায় ১৫ জুলাই। ২৫ জুলাই তা ২০০; ৫ অগাস্ট ৩০০; ১৪ অগাস্ট ৪০০; ২৩ অগাস্ট ৫০০; এরপর ২ সেপ্টেম্বর ৬০০; ৮ সেপ্টেম্বর ৭০০; ১৬ সেপ্টেম্বর ৮০০ এবং ২৪ সেপ্টেম্বর ৯০০ ছাড়ায় ডেঙ্গুতে মৃত্যু। পরের ছয়দিনে আরও একশ জনের মৃত্যুর মধ্য দিয়ে সংখ্যাটি হাজার ছাড়ায় ১ অক্টোবর।

এরপর ১০ অক্টোবর ১১০০; ১৮ অক্টোবর ১২০০; ২৬ অক্টোবর ১৩০০; ৫ নভেম্বর ১৪০০ এবং ১৫ নভেম্বর দেড় হাজার ছাড়ায় মৃতের সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৮৭ জনে।

তাদের মধ্যে ২ লাখ ১ হাজার ৭৮৯ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার রোগী। আর ১ লাখ ৭ হাজার ২৯৮ জন ঢাকার।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ