• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে নতুন মৃত্যু ১০

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০১:৩৭ এএম

ডেঙ্গুতে নতুন মৃত্যু ১০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দশজন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। আর এ সময়ের মধ্যে মোট ২ হাজার ৬৬০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া দশজনের মধ্যে রাজধানী ঢাকার ৬ জন এবং ৪ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৬৬০ জনের মধ্যে ঢাকায় ৬৪৯ এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ১১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ২২৪ জনে।

বর্তমানে মোট ৮ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৮৭৫৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ৬৪ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১৬ হাজার ৩০৮ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ