• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন সচিব

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১২:৪৮ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন সচিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম। এরআগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে তাকে বরণ করে নেয়া হয়।

একই সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নিয়ে বিদায়ী সিনিয়র আনোয়ার হোসেন হাওলাদার সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। স্বাস্থ্যসেবা বিভাগ বিদায়ী সিনিয়র সচিবের কর্মকাণ্ড স্মরণ রাখবে। এ সময় মন্ত্রী নতুন যোগ দেয়া সচিব জাহাঙ্গীর আলমকে শুভ কামনা জানান।

সচিব জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করা নিঃসন্দেহে জীবনের অন্যতম একটি বিশেষ সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে নিরলস কাজ করতে চাই।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ