• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

একদিনের ব্যবধানে কমল ডেঙ্গুতে মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ০১:১৭ এএম

একদিনের ব্যবধানে কমল ডেঙ্গুতে মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে একদিনে ব্যবধানে মৃত্যুর সংখ্যা কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮৯ জন নতুন ডেঙ্গু রোগী। এরআগে, গত ২০ সেপ্টেম্বর ২১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ৮ জনের মধ্যে রাজধানী ঢাকার ১ জন, ৭ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকায় ৭৮৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ১০০ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জনে।

বর্তমানে মোট ১০ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৬৯৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ৫৮৪ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ