• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩ হাজার ২৭

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০২:৩৪ এএম

আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩ হাজার ২৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৪৬ জন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ৭ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার ৪ জন, বাকি ৩ জন ঢাকার বাইরের। এ ছাড়া ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ২৭ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে চলতি মাসের প্রথম দিন ডেঙ্গুতে সবচেয়ে কম ৪ জনের মৃত্যু হয়েছিল। এর মাঝের ১৭ দিনে মৃত্যুর সংখ্যা ১০ জনের উপরে থেকেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ২৭ জনের মধ্যে ঢাকায় ৮৪৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ১৭৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জনে।

বর্তমানে মোট ১০ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৮১৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ২৮৮ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ