• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

একদিনে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১৮

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০২:০৪ এএম

একদিনে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২২ জন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ১৮ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার ১২ জন, বাকি ৬ জন ঢাকার বাইরের। এ ছাড়া ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ১২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; যা চলতি বছর একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ১২২ জনের মধ্যে ঢাকায় ৯৭৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ১৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জনে।

বর্তমানে মোট ১০ হাজার ৪৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ৩৭১ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৫৬ হাজার ৪২৫ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ