• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডেঙ্গুতে গেল আরও ১২ প্রাণ, হাসপাতালে ২১২৯

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০১:০৫ এএম

ডেঙ্গুতে গেল আরও ১২ প্রাণ, হাসপাতালে ২১২৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১২৯ ডেঙ্গু রোগী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ১২ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার ৪ জন, বাকি ৮ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১২৯ জনের মধ্যে ঢাকায় ৮৮৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১২৫০ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জনে।

বর্তমানে মোট ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৮৭৫ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ