• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
হাসপাতালে ভর্তি ২৯৪৪ রোগী

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১৫ জনের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:৪৫ এএম

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১৫ জনের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৯৪৪ জন নতুন ডেঙ্গু রোগী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়াদের মধ্যে রাজধানী ঢাকার রয়েছেন ৬ জন, বাকি ৯ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৭ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯৫৬ জনের মধ্যে ঢাকায় ৯০২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৫৪ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ জনে।

এদিকে বর্তমানে ৯ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ১৩৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫ হাজার ৮৫১ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৪৬ হাজার ৪১৭ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ