• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু অনেক কমলো

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০২:২২ এএম

ডেঙ্গুতে মৃত্যু অনেক কমলো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনোমতেই থামছে না ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত। তবে সবশেষ ২৪ ঘণ্টায় দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা অনেক কমেছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানা গেছে, একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। যদিও আগের দিন বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডেঙ্গু কেড়ে নিয়েছিল ১৭ জনের প্রাণ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ৪ জনের মধ্যে একজন রাজধানী ঢাকার বাসিন্দা। বাকি তিনজন ঢাকা সিটির বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৭ জনে।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৮৯ এবং ঢাকার বাইরে ৯৪৫ জন রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৫ হাজার ৩৪২ জনে।

এদিকে বর্তমানে ৮ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে মোট এক লাখ ১৬ হাজার ৩৯৭ জন।

গত ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ