• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আগস্টে আসছে অক্সফোর্ডের ১০ লাখ টিকা

প্রকাশিত: জুলাই ৪, ২০২১, ০৩:৪৬ পিএম

আগস্টে আসছে অক্সফোর্ডের ১০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগস্টের প্রথম সপ্তাহে দেশে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা 'কোভিশিল্ড'। ফেব্রুয়ারিতে শুরু হওয়া টিকা কার্যক্রমে যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেনি তাদের বিবেচনায় রেখে সরকার এই ভ্যাকসিন পাচ্ছে কোভ্যাক্স থেকে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ শেষে দ্বিতীয় ডোজ পাননি তাদের বিষয়ে নানামুখী চিন্তাভাবনা করছে সরকার। ভারতে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি অবনতি হতে থাকায় সিরাম ইনস্টিটিউট থেকে টিকা প্রাপ্তিতে সমস্যার সৃষ্টি হয়। তবে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনার জন্য যোগাযোগ করতে থাকে সরকার।

সূত্র জানায়, আগস্টের প্রথম সপ্তাহে ১০ লাখ ৮০০ ডোজ টিকা দেশে আসবে। এগুলো আসার পরে যারা দ্বিতীয় ডোজের টিকা এখনও নিতে পারেননি তাদের প্রয়োগ করা হবে।

টিকা আসার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'আগস্টে বাংলাদেশে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। যুক্তরাষ্ট্র থেকে আমরা টিকা পাবো। এরইমধ্যে সেখান থেকে আমাদের কাছে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা এসে পৌঁছেছে। এ ছাড়া আগস্ট মাস থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছি। আমরা আশা করি সময় মতো পেয়ে যাব। যারা সেকেন্ড ডোজের অপেক্ষায় আছে তারা আবার টিকা নিতে পারবে। দ্বিতীয় ডোজ যাদের আটকে আছে তাদের জন্য যুক্তরাষ্ট্র এই টিকা দেবে।'

ভ্যাকসিন কেনার জন্য টাকার অভাব নেই জানিয়ে তিনি বলেন, 'চলমান বাজেটে টিকা কেনার জন্য টাকার পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা কেনার জন্য পর্যাপ্ত বরাদ্দ দিয়েছেন।'

এদিকে শুক্রবার (২ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে 'কোভিশিল্ড' টিকা আগস্টের মধ্যেই আসবে। তবে কত তারিখে এবং কী পরিমাণ আসবে এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। আমরা যুক্তরাষ্ট্র থেকে এই টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছি। যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি নাগরিকরাও টিকা পেতে সহযোগিতা করেছে।'

সম্রাট/নির্জন

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ