• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশে করোনা শনাক্ত অনেক কমলো

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০২:৫০ এএম

দেশে করোনা শনাক্ত অনেক কমলো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার এক দশমিক ৮৮ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার (১০ আগস্ট) ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন শনাক্তের হার ছিল ২ দশমিক ১৩ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।

নতুন করে ২০ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৯৫৭ জনে। আর নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৫ জনে অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ২৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ