• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকা ছেড়ে এলেও পিছু ছাড়ছে না ডেঙ্গু

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৫:৪৯ পিএম

ঢাকা ছেড়ে এলেও পিছু ছাড়ছে না ডেঙ্গু

ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকা থেকে বাড়িতে আসা লোকজনেরই ডেঙ্গু জ্বর হয়েছে বেশি। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীরা।

জেলার সিভিল সার্জনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও জেলায় মোট ১৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পটুয়াখালী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে তিল পরিমাণ ঠাঁই নেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। মেঝেতে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

ঢাকা থেকে আসা আব্দুল রশিদ বলেন, ‘ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় আমরা পটুয়াখালী এসেছি। কিন্তু এখানে এলেও পরিবারের সবাই আমরা ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’

দুমকি উপজেলার কালাম আজাদ বলেন, ‘শহরে ডেঙ্গু নিধনের জন্য মশার স্প্রে করা হলেও আমাদের গ্রামে করা হয় না। তাই গ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় আমাদের কষ্ট হলেও চিকিৎসা দিয়ে যাচ্ছি।’  

পটুয়াখালী জেলা সিভিল সার্জন এসএম কবির হাসান জানান, আতংকিত না হয়ে, সাধারন মানুষকে সচেতন হতে হবে। তাহলেই আমরা এটিকে মোকাবিলা করতে পারব।

 

জেকেএস/

আর্কাইভ