• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মডার্নার টিকা আসছে আজ

প্রকাশিত: জুলাই ২, ২০২১, ১২:৩৮ পিএম

মডার্নার টিকা আসছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আলাদা দুটি ফ্লাইটে পাঠানো হচ্ছে এই টিকা। যার মধ্যে আজ শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় ১২ লাখ ডোজ টিকা নিয়ে ঢাকায় পৌঁছাবে প্রথম চালান। আর বাকি ১৩ লাখ টিকা দ্বিতীয় ফ্লাইটে পৌঁছানোর কথা রয়েছে শনিবার।

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

মডার্নার টিকা বহনকারী প্রথম ফ্লাইট অবতরণের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এর আগে বুধবার (৩০ জুন) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ‘জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকা দেশে পৌঁছাবে। ওই সময়েই ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছিল বলেও জানান তিনি।

টিআর/সবুজ/এএমকে

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ