প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ১০:৩০ পিএম
দেশে নতুন করে আরও ১৩২টি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (বৈকালিক স্বাস্থ্যসেবা) শুরু হয়েছে৷ এবারের ধাপে ঢাকা বিভাগের ২৪টিসহ ১৩২টি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক৷
মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী নতুন এ ১৩২টি সরকারি হাসপাতালে ইনস্টিটিউশিনাল প্র্যাকটিসের উদ্বোধন করেন৷
উদ্বোধন অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবাকে জনগণ ভালোভাবে নিয়েছে৷ চিকিৎসকরাও এ পদ্ধতিতে খুশি৷ যেহেতু এ প্রক্রিয়া ফলপ্রসূ হয়েছে এবং চাহিদা বাড়ছে সেহেতু, আরও ১৩২টি হাসপাতালকে বৈকালিক সেবার আওতায় আনছি৷ আমরা চেষ্টা করবো নতুন এসব প্রতিষ্ঠানে আরও ভালো মানের সেবা নিশ্চিত করতে৷
এর আগে ৫১টি এবং এ ধাপে ১৩২টিসহ মোট ১৮৩টি হাসপাতালে এ সেবা চালু পাবেন সেবাপ্রার্থীরা। আগামীতে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় করোনা ভ্যাকসিনের বিষয়ে জাহিদ মালেক বলেন, আমরা প্রথম ডোজ ১৫ কোটি ৭ লাখ মানুষকে দিয়েছি। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৪ কোটি মানুষ। এছাড়া প্রথম বুস্টার ডোজ ৬ কোটি ৭৫ লাখ মানুষ পেয়েছেন। আর দ্বিতীয় বুস্টার ডোজ পেয়েছেন ৩২ লাখ মানুষ। এ পর্যন্ত মোট ৩৬ কোটি ২১ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে মন্ত্রী বলেন, এ বছর মোট তিন হাজার ৩৯০ জন রোগী আমরা পেয়েছি৷ এরমধ্যে ঢাকার বাইরে ৮২৮ জন রয়েছেন। ঢাকার সিটি করপোরেশনে রোগী পাওয়া গেছে দুই হাজার ৫৬২ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে চট্টগ্রাম৷
তিনি সবাইকে ডেঙ্গু মোকাবিলায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ পর্যন্ত মোট ২৬ জন রোগী মারা গেছেন৷ এরা ডেঙ্গু শক সিনড্রোম ও ডেঙ্গু বাহিত হেমারেজে মারা গেছেন।
এডিএস/