প্রকাশিত: মে ৩০, ২০২৩, ১০:৩২ পিএম
সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগেরদিন একই সময়ে ৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
নতুন শনাক্তদের মধ্যে ৬১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ২৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৮ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
এডিএস/