• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, তিন হোটেলকে জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০২:০৮ এএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, তিন হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  


এ সময় সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন বাকেরগঞ্জ থানা পুলিশের একদল সদস্য।


সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক বলেন, হোটেলগুলোর পরিবেশ খুবই নোংরা। রান্নাঘর স্যাঁতসেঁতে, খাবার ঢেকে রাখা হয়নি। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।


জনকল্যাণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আর্কাইভ