প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৩:৩৩ এএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিলেটে বিশেষায়িত শিশু হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা মহামারির সময় শহীদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেখানে করোনা রোগীদের সেবা দেওয়া হয়েছে। এখন করোনা নেই বললেই চলে। তাই হাসপাতালটিকে বিশেষায়িত শিশু হাসপাতাল করা হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজের হলরুমে সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী এ সময় বলেন, অন্যান্য বিভাগের তুলনায় সিলেট বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পিছিয়ে আছে। ডাক্তারের স্বল্পতা রয়েছে।টেকনিশিয়ানের সংকট রয়েছে, তবে নার্সের কোনো ঘাটতি নেই।
তিনি বলেন, যেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই, সেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে কিছু ভারী যন্ত্রপাতি নষ্ট রয়েছে। আমরা সেগুলোকে ঠিক করার নির্দেশনা দিয়েছি।
মন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে সবসময় গুরুত্ব দেয়। সরকার সবাইকে বিনামূল্যে করোনা চিকিৎসা দিয়েছে। ভ্যাকসিনও দিয়েছে।
সাজেদ/