• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

দেশে করোনার নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ১২:০৫ এএম

দেশে করোনার নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনার ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ একজনের দেহে শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি জানান, দেশে আসা এবং কোয়ারেন্টিনে থাকা একজন চীনা নাগরিকের নমুনায় করোনার নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে।

এর আগে চীন থেকে আসা ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনার জিনোম সিকোয়েন্স করে আইইডিসিআর। ৪ নমুনার একটি নমুনায় এই ধরন পাওয়া যায় বলে জানা যায়। তবে আক্রান্ত নাগরিকরা সুস্থ আছেন।

মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ.৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।

 

এআরআই

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ