• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২১

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০১:২৬ এএম

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময় শনাক্ত হয়েছেন ২১ জন, যা বিগত দিনের তুলনায় কিছুটা বেশি। আজও করোনায় মৃত্যু না থাকায় অপরিবর্তিতভাবে ২৯ হাজার ৪৩৯ জনই থাকছে এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৭ জনে।

বুধবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৪ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৬৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

এআরআই

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ