• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

নাকে দেওয়ার কোভিড টিকা কত দামে মিলবে, জানাল বায়োটেক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ১১:৫৪ পিএম

নাকে দেওয়ার কোভিড টিকা কত দামে মিলবে, জানাল বায়োটেক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় ঔষধ প্রস্তুতকারী কোম্পানি বায়োটেক ইন্টারন্যাশনালের তৈরি নাকে দেওয়া ইনকোভাক (iNCOVACC) টিকার দাম নির্ধারণ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালে প্রতি ডোজ টিকার দাম পড়বে ভ্যাটছাড়া ৩২৫ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১৫ টাকা)। তবে বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে মিলবে এ টিকা।

আজ মঙ্গলবার বায়োটেক ইন্টারন্যাশনালের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২৩ সালের জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে ইনকোভাক (iNCOVACC) টিকার বিক্রয় কার্যক্রম শুরু হবে। কো-উইন (CoWin) ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয়রা সহজেই বুক করতে পারবেন ইনকোভাক (iNCOVACC) টিকা।

ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, ‘১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এ টিকা নিতে পারবেন। ইনকোভাক (iNCOVACC) টিকার দুটি ডোজ কোভিডের বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। দুই নাসারন্ধ্রে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় একটি ডোজ বলে ধরা হবে। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটিসহ ১০০০ টাকা। নাকের টিকার একেকটি ভায়াল থেকে দুজনকে ডোজ দেওয়া যাবে।‘

টিকা সম্পর্কে আইএমএ সেক্রেটারি অনিল গোয়ালের দেওয়া তথ্য অনুযায়ী, ‍‍`এই টিকা অন্যান্য টিকার মতোই কার্যকর। এর সুবিধা হলো এর কারণে মানুষ আতঙ্কিত হবে না। খুব সহজে কোনো সমস্যা ছাড়াই রোগীকে এ টিকা দেওয়া যায়।‍‍`

ভারত বায়োটেকের দাবি এটি বিশ্বের প্রথম ইন্ট্রানাসাল কোভিড টিকা, যা প্রাথমিকভাবে দুই ডোজের জন্য অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি নাকে স্প্রে করার কোভিড-টিকার প্রথম মানবেদেহে পরীক্ষা (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) ব্যর্থ হয়।

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ