• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7-এর উপসর্গ কী? সংক্রমণ ক্ষমতাই বা কতটা? জেনে নিন বিস্তারিত

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০২:৩৬ এএম

করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7-এর উপসর্গ কী? সংক্রমণ ক্ষমতাই বা কতটা? জেনে নিন বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক

গত তিন বছর ধরে করোনার প্রকোপে কার্যত বিব্রত আমজনতা। লকডাউন, কোয়ারেন্টাইনে যেন আতঙ্কিত প্রায় সকলে। করোনার আলফা, বিটা, ডেল্টা, ওমিক্রন স্ট্রেন বারবার নিজের চরিত্র বদল করে বিরাটাকার ধারণ করেছে। বর্তমানে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট BF.7। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আয়ুর্বেদের ব্রহ্মাস্ত্র অশ্বগন্ধা, রপ্তানির বাজারে কেন বাংলার এই ভেষজর চাহিদা তুঙ্গে?

একমাত্র শারীরিক সমস্যা থাকলেই করা যাবে সারোগেসি, গাইডলাইন প্রকাশ রাজ্যের

নাচতে নাচতে, হাঁচতে হাঁচতে মৃত্যু, নেপথ্যে সাইলেন্ট হার্ট অ্যাটাক! মারণ রোগের কারণ কী?

ডিম খাওয়ার সঙ্গে কোলেস্টেরল বৃদ্ধির কী সম্পর্ক? বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ

হাঁটার লাঠি জানিয়ে দেবে আপনার ব্লাড প্রেশার, সুগার, হার্টের সমস্যা! ব্যাপারটা কী?

অল্প বয়সের আঘাতও ডেকে আনতে পারে পার্কিনসনস, সতর্কবার্তা বিশেষজ্ঞর

এদিকে শুধু চিন নয়। জাপান, দক্ষিণ করিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতেও নতুন করে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। স্বাভাবিকভাবেই ফের সতর্ক হচ্ছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে ফের করোনা নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী লোকসভাতেও করোনা সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করেছেন। সংসদে সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়ে সামাজিক দূরত্ব বজায় ও স্যানিটাইজার ব্যবহার করার আরজিও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যটকদের ২ শতাংশকে বৃহস্পতিবার থেকে করোনা পরীক্ষা করে দেখার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। ক্রিসমাস ও নতুন বছরের শুরুর সময়ে অর্থাৎ উৎসবের সময়ে করোনা ছড়াতে পারে, এই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

আর্কাইভ