• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ১৯

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০২:০৬ এএম

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।  তবে সারা দেশে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৮ জনেই রয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় দুই হাজার ৫৩৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৫১ লাখ ৪৮ হাজার ৩১৫টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৮৬ হাজার ৯৪৭ জন রোগী।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

এআরআই

আর্কাইভ