• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ১২:৪৯ এএম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫৮০ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৩১ জন ও ঢাকার বাইরে ২৪৯ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৬২৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮২১ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৮০৮ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৭৭৭ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৩২২ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৪৫৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

এআরআই

স্বাস্থ্য সম্পর্কিত আরও

আর্কাইভ