• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ১২:৪৯ এএম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫৮০ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৩১ জন ও ঢাকার বাইরে ২৪৯ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৬২৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮২১ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৮০৮ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৭৭৭ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৩২২ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৪৫৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

এআরআই

আর্কাইভ