• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১১৩

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০২:০৫ এএম

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । এর মধ্যে ঢাকায় ৬৬ জন ও ঢাকার বাইরে ৪৭ জন চিকিৎসাধীন আছেন। এসময় কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭১ জনেই রয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশে সর্বমোট ভর্তি রোগী ৬৪৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ৩৫০ জন ও ঢাকার বাইরে ২৯৫ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১ হাজার ৫২১ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৭৫৪ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৭৬৭ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৬০৫ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ২৩৭ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৩৬৮ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

এআরআই

আর্কাইভ